শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

যারা হাসিনার সঙ্গে আঁতাত করেছিল, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত : সরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:২৯ এএম

যারা হাসিনার সঙ্গে আঁতাত করেছিল, তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত : সরওয়ার

ছবি - সংগৃহীত

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হালদা গ্রুপের চেয়ারম্যান সরওয়ার আলমগীর অভিযোগ করেছেন যে, চরমোনাই পীর এবং জামায়াত এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, তারা একসময় শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত একটি কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সরওয়ার আলমগীর আরও অভিযোগ করেন, ‘উপজেলা প্রশাসন ঘিরে বসে আছে জামায়াত নেতারা। বিগত এক বছরে যে হারে চাঁদাবাজি করেছে জামায়াত, তা নির্বাচন হলে বন্ধ হয়ে যাবে বলে তারা ভোট বানচাল করতে মরিয়া।’

তিনি বলেন, ‘১৭ বছর আওয়ামী লীগের যে বিষ দেশবাসী দেখেছে, বিগত ১ বছরে তার চেয়েও বেশি বিষ দেখিয়েছে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল। সন্ত্রাস, চাঁদাবাজের দলে পরিণত হয়েছে জামায়াত ও চরমোনাই পীরের দল। অথচ তারা উল্টো বিএনপির দিকে আঙুল তুলে কথা বলে।’

এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নে এক উঠান বৈঠকে সরওয়ার আলমগীর বলেছিলেন, ‘ভারতের দিল্লি মুলা ঝুলিয়ে দিয়েছে জামায়াতে ইসলামীর সামনে। তারা ভারতের ফাঁদে পা দিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি—সব ভারতের নীলনকশার অংশ।’

নাজিরহাটের এই কর্মী সমাবেশে পৌর বিএনপির সদস্য এস এম সফিউল আলম সভাপতিত্ব করেন এবং আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।