সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:১২ এএম
নরসিংদীতে যমুনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দর্শনা প্রেসক্লাব। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব ভবনে এক জরুরি সভায় এই প্রতিবাদ জানানো হয়। সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।
বক্তারা জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর হাসপাতালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করছিলেন সাংবাদিক আইয়ুব খান সরকার। সকাল সাড়ে ১০টার দিকে আলোকবালী ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাইউমের সমর্থকরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এই বর্বরোচিত হামলার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবের সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
সভায় আরও বক্তব্য রাখেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ অন্যান্য সাংবাদিক নেতারা। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।