শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
সড়ক দুর্ঘটনা

গাজীপুরে পাল্লা দিয়ে চলতে গিয়ে মিনিবাস সড়ক বিভাজকে, আহত ২

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৫, ০২:২৯ পিএম

গাজীপুরে পাল্লা দিয়ে চলতে গিয়ে মিনিবাস সড়ক বিভাজকে, আহত ২

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাস ও মিনিবাসের মধ্যে পাল্লা দেওয়ার জেরে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। দ্রুত গতিতে পাশাপাশি চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাকওয়া পরিবহনের মিনিবাস সড়ক বিভাজকের (ডিভাইডার) ওপর উঠে গেছে। এতে সড়কের পাশে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার দুজন যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে মহাসড়কের ২ নম্বর সিঅ্যান্ডবির কাছে ডিভাইন টেক্সটাইল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন হলেন কানন মিয়া, যিনি ঘটনাস্থলের অদূরে বেড়াইদেরচালা গ্রামের বাসিন্দা। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পেছনের একটি গাড়িতে থাকা শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি তার মুঠোফোনে এই দুর্ঘটনার ভিডিও ধারণ করেছেন। ভিডিওতে দেখা যায়, ঢাকা-শেরপুর-ঢাকার মধ্যে চলাচলকারী মামুন পরিবহনের একটি দূরপাল্লার বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। একই লেনে বাম দিকে তাকওয়া পরিবহনের একটি মিনিবাস চলছিল। ডান পাশে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও মামুন পরিবহনের বাসটি তাকওয়া মিনিবাসকে বাম দিকে চেপে ধরে এগিয়ে যেতে থাকে, যেন দুটি বাস একে অপরের সাথে পাল্লা দিচ্ছে। একপর্যায়ে তাকওয়া মিনিবাসের গতি কমে আসে এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকের সড়ক বিভাজকের ওপর উঠে যায়।

এই ঘটনার সময় পেছনে থাকা একটি মাইক্রোবাস দ্রুত গতি নিয়ন্ত্রণ করে সামনের দুর্ঘটনা কবলিত বাসের সাথে সংঘর্ষ এড়িয়ে যায়। তবে দুটি বাস পাল্লা দেওয়ার সময় তাদের বাম পাশের লেনে একই দিকে চলতে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে আঘাত করে। এতে অটোরিকশার যাত্রীরা ছিটকে পড়েন এবং আহত হন।

শরিফুল ইসলাম জানান, তারা মাওনা চৌরাস্তায় যাওয়ার জন্য মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। একটি বাসে ওঠার পর আনসার রোড পার হতেই তিনি মামুন ও তাকওয়া পরিবহনের বাস দুটির পাল্টাপাল্টি দেখতে পান এবং ভিডিও ধারণ শুরু করেন। কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে যায়। দুর্ঘটনার পরপরই মামুন পরিবহনের বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

শরিফুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত তাকওয়া পরিবহনের মিনিবাসটি উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে এই দুর্ঘটনার বিষয়ে মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, "এটার খবর আমি পাইনি। হাইওয়ে পুলিশ তো জানেই না। দেখি, আমি আবার খবর নিচ্ছি।" তার এই মন্তব্য পুলিশের প্রাথমিক তথ্যের ঘাটতি নির্দেশ করে।