বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ঝিনাইদহ-যশোর ৬ লেন: জমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৬:৪৩ পিএম

ঝিনাইদহ-যশোর ৬ লেন: জমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবি

ছবি- সংগৃহীত

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে আন্দোলন করছেন জমিদাতারা। শনিবার (২৩ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা তাদের ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শহিদুল ইসলাম। তিনি অভিযোগ করেন, যে জমির বর্তমান বাজারমূল্য প্রতি শতক ৫ লাখ টাকা, সেটির জন্য মাত্র ১৮০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। অনেক বাণিজ্যিক শ্রেণির জমিও ভুলভাবে ডোবা বা ডাঙ্গা হিসেবে দেখানো হয়েছে।

জমিদাতারা বলেন, অধিগ্রহণের প্রক্রিয়া অনুযায়ী, ৭ ধারা নোটিশের পর স্থানীয় জমির মালিকদের সঙ্গে সরকারের সমন্বয় করার কথা থাকলেও তা করা হয়নি। কোনো ধরনের শুনানি ছাড়াই জেলা প্রশাসন ৮ ধারা নোটিশ জারি করেছে।

ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অবিলম্বে অধিগ্রহণকৃত জমির ৮ ধারা প্রত্যাহার, পুনরায় সার্ভে করে জমির বর্তমান ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন।