রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

দেড় মাস ধরে পানির নিচে স্কুলমাঠ:

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৫, ০৫:০৩ পিএম

দেড় মাস ধরে পানির নিচে স্কুলমাঠ:

ছবি- সংগৃহীত

টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে গত দেড় মাস ধরে পানির নিচে ডুবে আছে খুলনার পাইকগাছার কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। এতে শিক্ষার্থীদের খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং ক্লাসে উপস্থিতিও মারাত্মকভাবে কমেছে। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়াই এই জলাবদ্ধতার মূল কারণ।

উপজেলার চাঁদখালী ইউনিয়নে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ৬৫নং কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৮২ শতক জায়গার ওপর নির্মিত। এই বিদ্যালয়ের পেছনে রয়েছে চিংড়ি ঘের। বিদ্যালয়ের পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট থাকলেও, চাঁদখালী ও বিষ্ণুপুরের স্লুইসগেট বন্ধ থাকায় পানি নামতে পারছে না। স্থানীয়রা জানান, প্রায় দশ বছর ধরেই এই সমস্যা চলছে। প্রতি বছর বর্ষা এলেই স্কুল মাঠ পানিতে ডুবে যায়, কিন্তু এবার তা দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়েছে।


 বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বরণ সানা বলেন, "পানির কারণে শিক্ষার্থীরা খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। জলাবদ্ধতার কারণে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে গেছে।" তিনি আরও জানান, মাঠটি উঁচু করে ভরাট করা হলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। একই সঙ্গে স্লুইসগেট উন্মুক্ত করে দিলে শুধু স্কুল নয়, পুরো চাঁদখালী ইউনিয়নের মানুষও জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউনুছ মোল্যা বলেন, "কিছু অসাধু মানুষ স্লুইসগেটের মুখ বন্ধ করে রাখায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এর জেরেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।" এই সমস্যা সমাধানের জন্য তিনি সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন বলেন, "বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানায়নি।" তবে তিনি আশ্বাস দিয়েছেন যে, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের আবেদন পেলে চলতি অর্থবছরেই মাঠ ভরাটের ব্যবস্থা নেওয়া হবে।