মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

খানসামায় বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

রিশাদ হোসেন

আগস্ট ৫, ২০২৫, ০৭:৩১ পিএম

খানসামা, দিনাজপুর: আজ ৫ই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে একটি বিজয় র‍্যালি করেছে।

আজ সকাল ১১টায় খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।

পরবর্তীতে, খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে একটি বৃহৎ বিজয় র‍্যালি বের হয়, যা শেষ হয় খানসামা উপজেলা পরিষদ শহীদ মিনারে।

এ সময় খানসামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া।