ফাহিম হোসেন রিজু
আগস্ট ৫, ২০২৫, ১০:২৯ পিএম
ছবি- ফাহিম হোসেন রিজু | দিনাজপুর টিভি
দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসের এক বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ঘোড়াঘাট উপজেলা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে একটি বিজয় র্যালি বের হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু সহ আরও অনেকে। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও, একই দিনে বিভিন্ন সময়ে একাধিক সংগঠনের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। এর মধ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি), বিকেল ৪টায় পৌর বিএনপি, বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল বের করা হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর মিছিলের আগে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখখায়ের ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমরান হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম এবং দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন।