মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি নিয়ে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং, দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

ফাহিম হোসেন রিজু

আগস্ট ৬, ২০২৫, ০৮:২৫ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট পরিস্থিতি এবং এর মূল কারণ ব্যাখ্যা করতে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে এমএফআরও (মিলিটারি ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিস)-এর অবস্থান স্পষ্ট করা হয়।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার হিলির মোড় সেনা ক্যাম্পে এরিয়া সদর দপ্তর, রংপুরের এমএফআরও-এর আয়োজনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এমএফআরও কর্মকর্তা মেজর নাজমুল হায়দার।

মেজর নাজমুল হায়দার বলেন, "উক্ত ৫টি প্রতিরক্ষা কলোনীর জমি সরকারিভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং কোনোভাবেই ব্যক্তি মালিকানাধীন নয়।" তিনি জানান, এসব সরকারি জমি তিন বাহিনীর (বিমান, নৌ, সেনা) কল্যাণের জন্য নিয়োজিত একটি সরকারি সংস্থা, যা সম্পূর্ণ আইনানুগভাবে এবং প্রতিষ্ঠিত নিয়ম-নীতিমালার মধ্য থেকে তার কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, আইনের ব্যত্যয় করার কোনো প্রমাণ এমএফআরও-এর বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারেনি।

তিনি অভিযোগ করেন, কিছু দালাল ও স্বার্থান্বেষী মহল ৫ কলোনীর ১৩৭৫ একর জমি নিয়ে সাধারণ মানুষকে মিথ্যা তথ্য দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জমিতে বসতি স্থাপনের প্রলোভন দেখাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি এসব অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে মন্তব্য করেন এবং সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

প্রেস ব্রিফিং চলাকালে উপস্থিত ছিলেন ২৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর এ শহীদ ফারাবী, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, এসি ল্যান্ড আব্দুল আল মামুন কাওসার শেখ, সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ওসি তদন্ত শহিদুল ইসলাম প্রমুখ।