মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
জনদুর্ভোগ

দিনাজপুরে এক বছর ধরে বন্ধ রাস্তার কাজ, জনদুর্ভোগ চরমে

মোঃ মেহেদী হাসান

আগস্ট ৩, ২০২৫, ১১:১৯ পিএম

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ প্রায় এক বছর ধরে বন্ধ থাকায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। দুর্গামন্দির থেকে নুনদহ সড়ক পর্যন্ত এই রাস্তাটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন ব্যবহার করে।

প্রায় এক বছর আগে সড়কটি সংস্কার ও প্রশস্ত করার জন্য ভেঙে ফেলা হয়েছিল। প্রাথমিক পর্যায়ে ইট বিছিয়ে রোলার দিয়ে সমান করা হলেও, এরপর কাজটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরপর থেকে রাস্তাটি ধুলো আর খানাখন্দে ভরা এক বিপদজনক পথে পরিণত হয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই বাজারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও অফিস, ডায়াগনস্টিক সেন্টার এবং ডাক্তারের চেম্বার থাকায় প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে।

স্থানীয় এক দোকানদার জানান, কাজের আগে রাস্তাটি ভালো ছিল, কিন্তু এখন অবস্থা আরও খারাপ। বাজারের দিনগুলোতে যানজট এবং কাদা ও ধুলোর কারণে ক্রেতাদের দোকানে আসা কঠিন হয়ে পড়েছে। পথচারী, বিশেষ করে নারীরা, এই ভাঙা রাস্তায় চলাচলের সময় ঝুঁকির মধ্যে থাকেন।

এলাকাবাসীর অভিযোগ, এক বছর ধরে কাজটি বন্ধ থাকলেও স্থানীয় প্রশাসন এবং সাংবাদিকরা বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তারা মনে করছেন, আর্থিক কারণে স্থানীয় প্রশাসন এবং সাংবাদিকদের এই জনদুর্ভোগ চোখে পড়ছে না। দ্রুত এই কাজটি সম্পন্ন করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।