সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

দুই প্রতিবন্ধী ছেলে নিয়ে অসহায় দম্পতি

রিশাদ হোসেন

আগস্ট ৩, ২০২৫, ১১:০৬ এএম

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ আশরাফ আলী এবং তার স্ত্রী আলেয়া বেগম। এই দম্পতির জীবনে স্বস্তি আর শান্তি যেন এক অধরা স্বপ্ন। তাদের দুই ছেলে, আনোয়ার হোসেন (৩৫) এবং আক্কাস আলী (৩০), জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তারা নিজের পায়ে দাঁড়াতে পারে না, বসতে পারে না, এমনকি নিজের হাতে খেতেও পারে না। কথা বলতে না পারা এই দুই ছেলেকে নিয়েই যেনো পুরোটা জীবন কেটে যাচ্ছে তাদের।

বৃদ্ধা মা আলেয়া বেগমই তাদের সব। তিনিই দুই ছেলেকে গোসল করানো, মলমূত্র পরিষ্কার করা এবং খাবার খাওয়ানো থেকে শুরু করে সব ধরনের দেখাশোনা করেন। তাদের দিন কাটে বাঁশের বেড়ায় ঘেরা একটি জরাজীর্ণ টিনের ঘরে, যেখানে একটি ছোট ফ্যান আর কাঠের খাট ছাড়া আর কিছুই নেই। দুই ছেলের প্রতিবন্ধী ভাতার সামান্য টাকায় তাদের ওষুধ ও অন্যান্য খরচ চললেও, সংসার চালানো তাদের জন্য প্রায় অসম্ভব। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে তাদের ভাগ্যে আর কোনো মানবিক সহায়তা জোটেনি।

বৃদ্ধা আলেয়া বেগমের নিজের স্বাস্থ্যও এখন আর আগের মতো নেই। বয়সের ভারে তার শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। একা দুই ছেলের ভার বহন করতে গিয়ে মাঝেমধ্যেই ভারসাম্য হারিয়ে খাটের কাঠের সঙ্গে ধাক্কা খেয়ে আঘাত পান। তারপরও তিনি এই দুই সন্তানকে এক মুহূর্তের জন্যও অবহেলা করতে পারেন না। কিন্তু অভাবের কারণে তাদের মুখে ভালোমন্দ খাবার, মাছ-মাংস-ডিম তুলে দিতে পারেন না এক বেলাও।

গতকাল শনিবার, ২ আগস্ট দুপুর ২টায় দিনাজপুর টিভি-এর প্রতিবেদক সেখানে উপস্থিত হয়। মা আলেয়া বেগম কান্নাভেজা চোখে তার কষ্টের কথা জানান এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানান। পরিবারের অন্য সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারাও এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তাদের দাবি, প্রতিবন্ধী দুই সন্তানের পাশাপাশি এই বৃদ্ধ দম্পতিকেও যেন আর্থিক ও মানবিক সহায়তার আওতায় আনা হয়।