সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

দিনাজপুরে ৫৫ বছর পর শিয়া মুসলিম সম্প্রদায়ের শোক মিছিল

মোঃ মোমিনুল ইসলাম

আগস্ট ১, ২০২৫, ১১:৩৬ এএম

দিনাজপুর জেলায় শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে পবিত্র চেহলাম উপলক্ষে দীর্ঘ ৫৫ বছর পর গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই, ২০২৫) দুপুরে একটি শান্তিপূর্ণ শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শহরের মিশন রোডস্থ ইমামবাড়ী থেকে মিছিলটি শুরু হয়ে সার্কিট হাউস রোড, ডিসি অফিসের সড়ক, লিলির মোড় এবং বাহাদুর বাজার হয়ে পুনরায় মিশন রোডস্থ ইমামবাড়ী এসে শেষ হয়।

শোক মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলী। মিছিল শুরুর আগে ধর্মীয় বয়ানসহ তবারক বিতরণ করা হয়।

শোক মিছিলে ঢাকা থেকে আগত মাওলানা আফতাব হোসেন নাগবি, শরিয়তপুর থেকে আগত মাওলানা পিয়াল হাসান, বগুড়া থেকে মাওলানা মোজাফফর হোসেন, ঘোড়াঘাট থেকে মাওলানা মাজেদুল ইসলাম, এবং সৈয়দপুর থেকে মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই শোক মিছিলে ঢাকা, বগুড়া, নীলফামারী, সৈয়দপুর, ঘোড়াঘাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে শিয়া সম্প্রদায়ের নারী-পুরুষসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।