অলিউর রহমান মিরাজ
আগস্ট ৫, ২০২৫, ০৭:১৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা বিএনপির বিজয় মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এই বিজয় মিছিল সফল করতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী এতে অংশ নেন।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৭১ চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় এই বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, "দীর্ঘ ১৭ বছর অনেক জুলুম-নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন দেশ ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে অনেক ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ আমরা সেই শহীদদের প্রাণভরে স্মরণ করছি।"
মিছিলে উপজেলা বিএনপি, উপজেলা কৃষকদল, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।