সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খানসামায় মানববন্ধন

রিশাদ হোসেন

আগস্ট ৯, ২০২৫, ০৪:৩৯ পিএম

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খানসামায় মানববন্ধন

ছবি- রিশাদ হোসেন | খানসামা | দিনাজপুর টিভি

গাজীপুরে 'দৈনিক প্রতিদিনের কাগজ'-এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের খানসামায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৯ আগস্ট) সকালে পাকেরহাট শাপলা চত্বরে খানসামা উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

'দৈনিক আজকের পত্রিকা'-এর প্রতিনিধি এস এম রকি-র সঞ্চালনায় এবং সিনিয়র সাংবাদিক আজিজার রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে প্রতিবাদী কণ্ঠে বক্তব্য দেন 'দৈনিক ইত্তেফাক'-এর প্রতিনিধি ও খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলাম, খানসামা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও 'দৈনিক কালবেলা'-এর প্রতিনিধি মাসুদ রানা, 'বাংলাদেশ সমাচার' পত্রিকার প্রতিনিধি সুজন শেখ, খানসামা সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও 'দৈনিক আমার দেশ'-এর প্রতিনিধি জসিম উদ্দিন এবং 'জনকণ্ঠ'-এর প্রতিনিধি লায়ন ইসলাম।

বক্তারা বলেন, সাংবাদিকদের ভালো কাজের জন্য একটি ভালো পরিবেশ দরকার। বিগত সরকারগুলোর সময়েও সাংবাদিকরা নানা জটিলতার মধ্য দিয়ে গেছেন, আর বর্তমান সরকারের সময়েও সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, কখনও কখনও নিজেদের জীবন দিতে হচ্ছে। তাই, বক্তারা সরকারকে দেশের সকল সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন মজবুত করার আহ্বান জানান। তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন 'স্বদেশ প্রতিদিন'-এর প্রতিনিধি উজ্জ্বল রায়, 'দৈনিক ইনকিলাব'-এর প্রতিনিধি বুলবুল ইসলাম, 'আলোকিত সকাল'-এর আলমগীর ইসলাম-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।