সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুর প্রেসক্লাবে মানববন্ধন

মোঃ মোমিনুল ইসলাম

আগস্ট ৯, ২০২৫, ১১:২১ এএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর প্রেসক্লাবের সদস্যরা।

শুক্রবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন সময় টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, নাগরিক টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেম ফজলুল হক, করতোয়ার দিনাজপুর প্রতিনিধি শাহারিয়ার মাহবুব শহীদ হিরু, ডিবিসির দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান, এসএ টিভির দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলাম, এনটিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন এবং অন্যান্য সাংবাদিকসহ দিনাজপুর টিসিএ-এর চিত্র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।