সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:৫৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হওয়ার জন্য সকলের কাছে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “আপনারা এখন আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।” ডাকসু নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনেক ভালো হয়েছে।
বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবে চলছে বলেও তিনি উল্লেখ করেন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ভোটের সময় ৮০ হাজার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র্যাব, আনসার ও পুলিশ বাহিনী থাকবে।”
পাসপোর্ট অফিস পরিদর্শনের কারণ জানতে চাইলে তিনি বলেন, পাসপোর্ট করতে আগে যে সময় লাগতো, এখন তা অনেক কমিয়ে আনা হয়েছে এবং আরও কমানোর জন্য কাজ চলছে। তিনি আরও বলেন, পাসপোর্ট সহজভাবে পেতে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হয়েছে।