সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

এমপিওকরণের দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:৫৬ পিএম

এমপিওকরণের দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের

ছবি - সংগৃহীত

স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের প্রতিষ্ঠান জাতীয়করণ এবং প্রক্রিয়াধীন এক হাজার ৯০টি মাদ্রাসার এমপিওকরণের ফাইল অনুমোদনের দাবিতে ঢাকায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে তারা এই কর্মসূচিতে যোগ দেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরামের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব এই ঘোষণা দেন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের দাবির প্রেক্ষিতে সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের প্রক্রিয়া শুরু করে। গত ৩১ জুলাই এক হাজার ৯০টি মাদ্রাসার এমপিওকরণের জন্য চূড়ান্ত ফাইলটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হলেও এখনো তা অনুমোদন পায়নি।

শিক্ষকরা বলেন, ফাইল অনুমোদনে দীর্ঘসূত্রিতার কারণে তারা মারাত্মক উৎকণ্ঠায় আছেন। গত ৮ সেপ্টেম্বর তারা প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানিয়েছিলেন, ১৩ সেপ্টেম্বরের মধ্যে ফাইলটি অনুমোদন না হলে ১৪ সেপ্টেম্বর থেকে তারা জাতীয় প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট করবেন। যেহেতু তাদের দাবি পূরণ হয়নি, তাই বাধ্য হয়ে তারা এই কর্মসূচি শুরু করেছেন।

শিক্ষক নেতারা আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায়ও প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং একটি আলাদা অধিদপ্তর স্থাপন করার দাবি জানিয়েছেন তারা।