বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ, তদন্ত দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:১৮ এএম

ডাকসু নির্বাচন: সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ, তদন্ত দাবি

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সিসিটিভি ফুটেজ গায়েব করার গুরুতর অভিযোগ উঠেছে। ইসলামী ছাত্রশিবির প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই অভিযোগ তোলেন। তিনি এই ঘটনাকে নির্বাচন বানচালের অপচেষ্টা হিসেবে বর্ণনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এস এম ফরহাদ স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসার একটি পোস্টের উদ্ধৃতি দিয়ে তার অভিযোগে বলেন, তিনি বারবার সিসিটিভি ফুটেজ চেয়েও পাননি। তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দলের ‘নাটক মঞ্চায়ন’ ব্যর্থ হওয়ায় সেই দলের শিক্ষক ও কর্মকর্তাদের সহায়তায় সিসিটিভি ফুটেজ গায়েব করা হয়েছে।

ফরহাদ তার পোস্টে হাফসার অভিযোগের দিকে ইঙ্গিত করে বলেন, কিছু চক্র ব্যালট পেপারে আগে থেকে নির্দিষ্ট প্রার্থীদের ভোট দাগিয়ে রাখার মতো অপপ্রচার চালাচ্ছে। এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তিনি রোকেয়া হলের ৪ হাজার ভোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের অপপ্রচারের নিন্দা জানান এবং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগ ছড়িয়ে পড়ায় ডাকসু নির্বাচন নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন অবশ্য এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।