বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

তিন হলের ভোট গণনা শেষ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:২৩ এএম

তিন হলের ভোট গণনা শেষ

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে বিভিন্ন হলের ভোট গণনা শুরু হয়। বেশ কয়েকটি কেন্দ্রের গণনা ইতোমধ্যে শেষ হয়েছে।

কার্জন হল কেন্দ্রে ভোট দিয়েছেন অমর একুশে হল, শহীদুল্লাহ হল ও মুসলিম হক হলের শিক্ষার্থীরা। এই কেন্দ্রে ভোট গণনা শেষ হয়েছে।

অমর একুশে হলে মোট ১,৩০০ ভোটারের মধ্যে ১,০৮৩টি ভোট পড়েছে, যা মোট ভোটারের ৬২ শতাংশ। শহীদুল্লাহ্ হলে ২,০০৫ জন ভোটারের মধ্যে ১,৬০৯ জন এবং সলিমুল্লাহ মুসলিম হলে ১,৭৭২ জন ভোটারের মধ্যে ১,৪৪৩ জন ভোট দিয়েছেন। শতকরা হিসেবে এই হার যথাক্রমে ৭৫ ও ৭৯ ভাগ।

শারীরিক শিক্ষা কেন্দ্রে তিনটি হলের ভোট গণনা শেষ হয়েছে। এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. কাজী মোস্তাক গাউসুল হক জানান, এই কেন্দ্রে মোট ৪,৮৬১ জন ভোটারের মধ্যে ৪,০৪৪টি ভোট পড়েছে, যা মোট ভোটারের ৮৩.২১ শতাংশ।

  • জগন্নাথ হল: ২,২২২ জন ভোটারের মধ্যে ১,৮৩১টি ভোট কাস্ট হয়েছে (৮৩ শতাংশ)।

  • সার্জেন্ট জহুরুল হক হল: ১,৯৬৩ জন ভোটারের মধ্যে ১,৬৬০টি ভোট কাস্ট হয়েছে (৮৪.৪৬ শতাংশ)।

  • স্যার সলিমুল্লাহ মুসলিম হল: ৬৬৯ জন ভোটারের মধ্যে ৫৫৩টি ভোট কাস্ট হয়েছে (৮২.৮৩ শতাংশ)।

এই তথ্য থেকে বোঝা যায়, এবারের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। এখন সবার নজর মূল ডাকসুর ফলাফল ঘোষণার দিকে।