শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

ভর্তির জন্য শিক্ষার্থী পেল না ৩৭৮ কলেজ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৫, ০৬:১৭ পিএম

ভর্তির জন্য শিক্ষার্থী পেল না ৩৭৮ কলেজ

ছবি- সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশের পর দেখা গেছে, দেশের ৩৭৮টি কলেজে একজনও শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেনি। এসব কলেজে কেউ পছন্দক্রমেও আবেদন দেয়নি। বুধবার রাতে প্রকাশিত প্রথম ধাপের ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্যে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন শিক্ষার্থী প্রথম ধাপে কলেজ পেয়েছে। তবে ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কোনো কলেজ পায়নি, যাদের মধ্যে ৫ হাজার ৭৬৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও রয়েছে।

যারা প্রথম ধাপে কলেজ পায়নি, তাদের জন্য দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ পর্যাপ্ত আসন রয়েছে এবং সবাই ভর্তির সুযোগ পাবে। বোর্ড কর্তৃপক্ষ আরও পরামর্শ দিয়েছে যে, যারা কলেজ পায়নি, তারা যেন দ্বিতীয় ধাপের আবেদনে নতুন কিছু কলেজ যোগ করে এবং ১০টি পছন্দক্রম পূরণ করে।