বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

ইডির সমন পেলেন অঙ্কুশ, বেটিং অ্যাপ মামলায় জড়ালেন অভিনেতা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ০৮:৩০ পিএম

ইডির সমন পেলেন অঙ্কুশ, বেটিং অ্যাপ মামলায় জড়ালেন অভিনেতা

ছবি - সংগৃহীত

বেআইনি বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে নাম জড়ানোয় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমন পেলেন টলিউড অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা। অবৈধ অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত আর্থিক লেনদেনের অভিযোগে তাকে এই সমন পাঠানো হয়েছে। যদিও এই বিষয়ে অভিনেতা এখনও কোনো মন্তব্য করেননি।

একটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, এই বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি। এই তালিকায় রয়েছেন একাধিক অভিনেতা ও ইন্টারনেট প্রভাবশালী। এর আগে দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, বিজয় দেবরকোন্ডা ও কপিল শর্মার মতো তারকার নাম এই তালিকায় উঠে আসে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলো অঙ্কুশ হাজরার নাম। এই ঘটনায় কোনো টলিউড তারকার নাম আগে জড়ায়নি। পূজার আগেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, এই তারকারা বেটিং অ্যাপগুলোর প্রচারের বিনিময়ে মোটা অঙ্কের আর্থিক সুবিধা গ্রহণ করেছেন। তদন্তকারীদের ধারণা, এই অবৈধ বেটিং অ্যাপগুলো শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছে। এমনকি, তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা পাচার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।