মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

Google Pixel 10 সিরিজের নতুন মডেল, ক্যামেরা ও প্রসেসরের চমক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ০৩:২২ পিএম

Google Pixel 10 সিরিজের নতুন মডেল, ক্যামেরা ও প্রসেসরের চমক

ছবি- সংগৃহীত

Google Pixel 10 সিরিজের সম্ভাব্য লঞ্চ ডেট, Tensor G5 চিপসেট, উন্নত ক্যামেরা এবং নতুন ডিজাইনের বিস্তারিত খবর। আসছে ২০শে আগস্ট Google-এর Made by Google ইভেন্টে।

প্রযুক্তির জগতে গুগলের পরবর্তী চমক হিসেবে আসছে Google Pixel 10 সিরিজ। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই নতুন সিরিজের স্মার্টফোনগুলো আগামী ২০ আগস্ট Made by Google ইভেন্টে বিশ্বব্যাপী লঞ্চ হতে পারে। Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL এবং একটি নতুন Pixel 10 Pro Fold মডেলের মাধ্যমে গুগল স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চলেছে।

লিক হওয়া তথ্য থেকে জানা যায়, Google Pixel 10 সিরিজের ডিজাইন আগের মডেলগুলোর মতোই হবে, তবে কিছু সূক্ষ্ম পরিবর্তন থাকবে। বিশেষ করে, Pixel 10 Pro XL মডেলটিতে পাতলা বেজেল এবং একটি বড় ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। সাধারণ Pixel 10 মডেলের ক্ষেত্রে এবারই প্রথম ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে, যা ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

ডিসপ্লের ক্ষেত্রে, Pixel 10 Pro এবং Pro XL-এ যথাক্রমে ৬.৩ ইঞ্চি এবং ৬.৮ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লেগুলো ১ থেকে ১২০ হার্জ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩০০০ নিটস পিক ব্রাইটনেস সমর্থন করবে, যা অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে।

Pixel 10 সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে নতুন Tensor G5 চিপসেট। এটি TSMC-এর ৩ ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি, যা পূর্ববর্তী Tensor G4-এর তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং শক্তি সাশ্রয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। এই চিপসেটটি বিশেষ করে জেনারেটিভ AI ফিচারের জন্য অপ্টিমাইজ করা হয়েছে, যা ডিভাইসটিকে আরও বুদ্ধিমান করে তুলবে। এছাড়া, Pixel Sense নামের একটি নতুন অন-ডিভাইস অ্যাসিস্ট্যান্ট ফিচারও যুক্ত হতে পারে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

ক্যামেরার ক্ষেত্রে, Pixel 10 মডেলটিতে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি, ১৩ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড এবং ১১ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স থাকতে পারে। অন্যদিকে, Pixel 10 Pro এবং Pro XL-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড এবং ৪৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্সের সমন্বয়ে গঠিত শক্তিশালী ক্যামেরা সেটআপের সম্ভাবনা রয়েছে।

ব্যাটারির দিক থেকে, Pixel 10 Pro XL-এ ৫,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৩৯ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে। পাশাপাশি, Qi2 ওয়্যারলেস চার্জিংয়ের জন্য 'Pixelsnap' নামে একটি নতুন ম্যাগনেটিক চার্জিং সিস্টেমের কথাও শোনা যাচ্ছে, যা Apple-এর MagSafe-এর মতোই কাজ করবে।