আগস্ট ১০, ২০২৫, ০৭:২১ পিএম
বাংলাদেশ সরকার ডিজিটাল আর্থিক লেনদেনকে সহজ ও জনপ্রিয় করার ওপর জোর দিয়েছে। কাগজের টাকা ছাপা ও বণ্টনে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, যা কমাতে বাংলাদেশ ব্যাংক কিউআর কোডভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এই ডিজিটাল লেনদেন ব্যবস্থা জনসাধারণের কাছে সহজলভ্য করতে হলে সবার হাতে স্মার্টফোন থাকা জরুরি। তাই সরকার স্মার্টফোনের দাম কমিয়ে সবার নাগালের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে, ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে ইন্টারনেটের দাম কমানো এবং সেবার মান বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।
কাগজের টাকার উপর নির্ভরতা কমিয়ে কিউআর কোডভিত্তিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা জনপ্রিয় করতে সরকার স্বল্পমূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সরবরাহ করতে চায়। রবিবার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর উদ্যোগে 'অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন' শীর্ষক সংলাপে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই তথ্য জানান।
গভর্নর বলেন, "বর্তমানে আর্থিক লেনদেন, বিল পরিশোধ বা ইন্টারনেটভিত্তিক যেকোনো সেবা নিতে স্মার্টফোনের ব্যবহার অপরিহার্য। এই কারণে সরকার স্মার্টফোনের দাম কমাতে কাজ করছে। আমাদের লক্ষ্য হচ্ছে, ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনা সম্ভব হলে দেশের শতভাগ মানুষকে স্মার্টফোনের আওতায় আনা যাবে।"
তিনি আরও বলেন, "এই লক্ষ্য অর্জনে ইন্টারনেটের দাম আরও কমাতে হবে এবং সেবার মান বাড়াতে হবে।"
এই উদ্যোগের মাধ্যমে সরকার একদিকে কাগজের নোট ছাপানোর ব্যয় কমাতে পারবে, অন্যদিকে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করতে পারবে। বর্তমানে দেশে অনেক মানুষ এখনও ফিচার ফোন ব্যবহার করে, যার কারণে তারা ডিজিটাল লেনদেনের সুবিধা থেকে বঞ্চিত।
সরকারের এই পদক্ষেপ সফল হলে দেশের অর্থনীতিতে একটি বড় পরিবর্তন আসবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে তা আরও সহায়ক হবে।