শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: চ্যাট লিস্টেই টাইপিং স্ট্যাটাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক

জুলাই ১৮, ২০২৫, ১২:০২ এএম

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: চ্যাট লিস্টেই টাইপিং স্ট্যাটাস

ছবি- সংগৃহীত

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল যোগাযোগের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিতই নতুন ফিচার নিয়ে আসছে। এবার যে নতুন ফিচারটি আসছে, তা বিশেষ করে গ্রুপ চ্যাট ব্যবহারে এক নতুন মাত্রা যোগ করবে। এই আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন চ্যাট লিস্ট থেকেই জানতে পারবেন, কোন গ্রুপে কে মেসেজ টাইপ করছেন।

এতদিন পর্যন্ত কোনো গ্রুপের ভেতরে প্রবেশ করলেই কেবল বোঝা যেত যে কেউ মেসেজ টাইপ করছে কিনা। কিন্তু নতুন আপডেটের ফলে, এখন ব্যবহারকারীরা তাদের চ্যাট লিস্টে থাকা অবস্থায়ই এই তথ্যটি দেখতে পারবেন। আপাতদৃষ্টিতে এই আপডেটটি খুব সামান্য মনে হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন এটি ইউজারদের গ্রুপ চ্যাটের অভিজ্ঞতায় সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এর ফলে বারবার গ্রুপ খুলে দেখার ঝামেলা কমবে এবং গ্রুপ চ্যাটে সক্রিয়তা সম্পর্কে আগেভাগেই ধারণা পাওয়া যাবে।

মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপের সাম্প্রতিকতম বিটা আপডেটেড সংস্করণ ২.২৫.২০.১৭-এ এই নতুন ফিচারটি যুক্ত হয়েছে। ফিচারটির কার্যপদ্ধতি সম্পর্কে জানা গেছে যে, কোনো গ্রুপের ভেতরে ঢুকলে যেমন 'টাইপিং...' দেখা যায়, ঠিক তেমনিভাবে এখন চ্যাট লিস্টেও সেই গ্রুপের নিচে টাইপিং করা ব্যবহারকারীর নামটি দেখা যাবে। তবে, যদি একাধিক ইউজার একই সময়ে টাইপ করেন, তবে কেবল একজনের নামই দেখানো হবে, যেমনটা আগে থেকেই দেখা যায়। এক্ষেত্রে ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে এখনো পুরনো অভিজ্ঞতাই থাকবে এবং চ্যাট লিস্ট থেকে তা জানা যাবে না।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আপডেট কেবল গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রে পুরনো পদ্ধতিই কার্যকর থাকবে। এছাড়া, প্রাথমিক পর্যায়ে এই ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে এবং এখনই আইওএস ব্যবহারকারীরা এটি পাবেন না। ধীরে ধীরে এটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ধরনের ছোট ছোট আপডেটগুলো হোয়াটসঅ্যাপের ব্যবহারযোগ্যতা বাড়াতে এবং এর ব্যবহারকারীদের জন্য আরও স্বস্তিদায়ক অভিজ্ঞতা দিতে সহায়ক হবে।