মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

আফগানিস্তানে ভূমিকম্প: আন্তর্জাতিক সাহায্যের আহ্বান তালেবানের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:১২ এএম

আফগানিস্তানে ভূমিকম্প: আন্তর্জাতিক সাহায্যের আহ্বান তালেবানের

ছবি - সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক হতাহতের পর তালেবান সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি সাহায্যের আহ্বান জানিয়েছে। দুর্গম ও পার্বত্য অঞ্চলে উদ্ধার তৎপরতা চালানোর জন্য এই সাহায্য চাওয়া হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি-এর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

কুনার প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, ভূমিকম্প ও বন্যার কারণে ভূমিধস হওয়ায় পার্বত্য অঞ্চলে যাওয়ার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। ফলে সেখানে একমাত্র আকাশপথেই উদ্ধার অভিযান চালানো সম্ভব। ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন। টিআরটি ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এটি জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে রোববার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার এবং এর পরে আরও দুটি আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২।

আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি ও চাপা দারা জেলায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে দুর্গম এলাকার কারণে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। সাওকি জেলার দেবা গুল এবং নুর গাল জেলার মাজার দারায় ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছাতে সমস্যা হচ্ছে।

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে সহায়তা দল ঘটনাস্থলে যাচ্ছে। মানুষের জীবন রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।” এই দুর্যোগ মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা অপরিহার্য বলে মনে করা হচ্ছে।