মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত: ইসরায়েল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৫৭ এএম

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত: ইসরায়েল

ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামাস এখনও তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ তার 'এক্স' (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে দেশটির সেনাবাহিনী (আইডিএফ) ও গোয়েন্দা সংস্থা শিন বেটকে এই 'ত্রুটিহীন অভিযানের' জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, গাজার রাজধানী গাজা সিটিতে চালানো এক বিমান হামলায় আবু উবাইদার মৃত্যু হয়েছে। হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র হিসেবে আবু উবাইদা মধ্যপ্রাচ্যজুড়ে হামাস সমর্থকদের কাছে এক প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।

আবু উবাইদা ছিলেন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগের দিক থেকেই সক্রিয় থাকা হামাসের সামরিক শাখার অল্প কয়েকজন শীর্ষ নেতার একজন। সর্বদা মুখে ফিলিস্তিনি কাপড়ে ঢাকা এই নেতা ইসরায়েলবিরোধী বহু বক্তব্য দিয়েছেন। ইসরায়েলের এই দাবির বিপরীতে হামাস এখনো তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। ফিলিস্তিনি এই সংগঠনটি এর আগে জানায়, ইসরায়েলি হামলায় আবাসিক ভবনে বহু সাধারণ নাগরিক নিহত ও আহত হয়েছেন।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায় ওই হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।