আগস্ট ৩০, ২০২৫, ১১:০৩ এএম
ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত দিন দিন আরও তীব্র হচ্ছে। গাজা উপত্যকায় হামাসের হামলায় চার ইসরায়েলি সেনা নিখোঁজ হওয়ার খবর নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যা বিশ্ব জুড়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। ইসরায়েলি গণমাধ্যম এটিকে গত ৭ অক্টোবরের পর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছে।
গাজা উপত্যকার আল-জায়তুন এলাকায় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের এক হামলায় চার ইসরায়েলি সেনা নিখোঁজ হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) এই ঘটনা ঘটে।
সংঘর্ষের পর ইসরায়েলি সেনাবাহিনী ‘হ্যানিবাল প্রোটোকল’ চালু করে, যা যুদ্ধক্ষেত্রে সেনাদের বন্দি হওয়া ঠেকাতে ব্যবহৃত হয়। সংঘর্ষে কয়েকজন সেনা নিহত ও আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।
হামাসের মুখপাত্র আবু ওবায়দা এই হামলার বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, গাজা দখলের মূল্য ইসরায়েলি সেনাদের রক্ত দিয়েই চুকাতে হবে।
আবু ওবায়দা আরও দাবি করেন, এ ধরনের সামরিক অভিযানে আরও বেশি ইসরায়েলি সেনা বন্দি হওয়ার সম্ভাবনা বাড়ছে। তার এই মন্তব্য দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।