মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ফের বাগদান সারলেন দুবাই রাজকুমারী, আংটির দাম কত জানেন?

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:০৮ এএম

ফের বাগদান সারলেন দুবাই রাজকুমারী, আংটির দাম কত জানেন?

ছবি- সংগৃহীত

দুবাইয়ের রাজকুমারী শেখা মাহরা আনুষ্ঠানিকভাবে মরক্কো-আমেরিকান র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সেরেছেন। গত ২৯ আগস্ট ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টের মাধ্যমে এই খবর তারা নিজেই নিশ্চিত করেন। ঘোষণার পর থেকেই সবার নজর পড়েছে মাহরার হাতে থাকা বিশাল আকারের হীরের আংটির দিকে।

সেলিব্রিটি জুয়েলার এরিক দ্য জুয়েলারের তৈরি এই আংটিটিতে জ্বলজ্বল করছে একটি ১১.৫৩ ক্যারেটের পান্না-আকৃতির হীরা। চারপাশে ছোট ছোট হীরা দিয়ে সাজানো এই আংটিটির বাজারমূল্য আনুমানিক ১১ লাখ মার্কিন ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকে তাদের বাগদান সম্পন্ন হয়।

দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। মাহরা এর আগে শেখ মানা বিন মোহাম্মদ আল মাকতুমের স্ত্রী ছিলেন এবং তাদের একটি মেয়েও রয়েছে। অন্যদিকে, ফ্রেঞ্চ মন্টানারও আগের সংসারে একটি ছেলে রয়েছে। এই নতুন অধ্যায়ে পা রাখার মধ্য দিয়ে দুজনেরই জীবনে নতুন মোড় এসেছে।