বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

২ সপ্তাহের মধ্যে বৈঠকে পুতিন-জেলেনস্কি, দাবি জার্মান চ্যান্সেলরের

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৫, ১০:৫৯ এএম

২ সপ্তাহের মধ্যে বৈঠকে পুতিন-জেলেনস্কি, দাবি জার্মান চ্যান্সেলরের

ছবি- সংগৃহীত

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকে অংশ নেওয়ার পর মের্ৎস সাংবাদিকদের কাছে এই চাঞ্চল্যকর তথ্য জানান।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, মের্ৎস জানান, ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের মাঝামাঝি সময়ে ট্রাম্প পুতিনকে ফোনে কল করেন এবং তাকে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য রাজি করান। এই সাফল্যের জন্য জার্মান চ্যান্সেলর ডোনাল্ড ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছেন।

তবে, পুতিন আসলেই এই বৈঠকে অংশ নেবেন কি না, তা নিয়ে মের্ৎস কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা জানি না রাশিয়ার প্রেসিডেন্টের এমন একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সাহস থাকবে কি না। অতএব, প্ররোচনা প্রয়োজন।”

মের্ৎস সাংবাদিকদের বলেন, “বৈঠকের বিরতির সময় আমেরিকান প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক হবে বলে সম্মত হয়েছেন।”

মের্ৎস আরও জানান, ট্রাম্প পরবর্তীতে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আহ্বান জানানোর জন্য সম্মত হয়েছেন, যাতে আলোচনা “সত্যিকার অর্থে শুরু” হতে পারে।

জার্মান চ্যান্সেলর বলেন, ইউরোপীয়রা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে দেখে ট্রাম্প মুগ্ধ এবং মার্কিন প্রশাসনের সঙ্গে তাদের আলোচনা এখন ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির বিশদ বিবরণে পরিণত হবে। ট্রাম্পের ঘোষণার প্রশংসা করে মের্ৎস বলেন, যুক্তরাষ্ট্রও তাদের সহায়তা করার জন্য প্রস্তুত।