আগস্ট ১৩, ২০২৫, ১১:৫৩ এএম
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পাস ভিসা চালু করার সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে হাজার হাজার শিক্ষার্থী পড়ালেখা শেষে সেখানে উচ্চ-দক্ষতার চাকরি পেতে সক্ষম হবেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুয়ালালামপুর সফরের সময় এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসানে দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আব্দুল কাদিরের সঙ্গে এক বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন অধ্যাপক ইউনূস। আইন, বিচার ও বৈদেশিক নিয়োগ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, বৈঠকে নীতিগতভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পাস ভিসা প্রদানে মন্ত্রী সম্মত হয়েছেন। তবে, এই নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা সেখানে চাকরির সুযোগ পেলেও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই সুযোগ এখনও পর্যন্ত ছিল না।
এর আগে সোমবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিন্তি সিদেকের সঙ্গেও অধ্যাপক ইউনূস সাক্ষাৎ করেন। তারা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি সম্প্রসারণ এবং শিক্ষাগত সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। বৈঠকে ঢাকা মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতিরও অনুরোধ জানায়।
বৈঠকে অধ্যাপক ইউনূসের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।