বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সৌরভীর হ্যাটট্রিকে চ্যাম্পিয়নের রেসে টিকে রইল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ০৭:৫৮ পিএম

সৌরভীর হ্যাটট্রিকে চ্যাম্পিয়নের রেসে টিকে রইল বাংলাদেশ

ছবি- সংগৃহীত

দুর্দান্ত এক জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। আজ বুধবার (২৭ আগস্ট) থুইনুই মারমার অসাধারণ নৈপুণ্য এবং সৌরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকের সুবাদে নেপালকে ৪-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ভারতের সমান ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাল-সবুজের দল।

চ্যাংলিমিথাংয়ে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই নেপালের ওপর চাপ বাড়াতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৩৮ মিনিটে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত এক গোল করে দলকে প্রথম সাফল্য এনে দেন থুইনুই মারমা। এর ঠিক সাত মিনিট পর, প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, বক্সের বাঁ প্রান্ত থেকে দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সৌরভী। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি একটি গোল শোধ দিলে ব্যবধান কমে আসে।

বিরতির পর বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচের ৭১ মিনিটে মামোনি চাকমার কর্নার থেকে ফাঁকায় বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সৌরভী। আর ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে অর্থাৎ ৮৬ মিনিটে আরেকটি গোল করে তিনি তার হ্যাটট্রিক পূর্ণ করেন।

এই জয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের রেসে টিকে রইল। বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের পয়েন্ট সমান ৯। তবে গোল ব্যবধানে ভারত এখনো বেশ এগিয়ে আছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলাদেশের গোল ব্যবধান +৬, যেখানে ভারতের +১৭। চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশকে এখন অপেক্ষা করতে হবে সন্ধ্যায় অনুষ্ঠিতব্য ভুটান-ভারত ম্যাচের ফলের জন্য।