মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু, সরাসরি সম্প্রচার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৫, ১২:৩১ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু, সরাসরি সম্প্রচার

ছবি- সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার (৩ আগস্ট) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার বিরুদ্ধে সব অপরাধের অভিযোগ সংবলিত সূচনা বক্তব্য তুলে ধরছেন।

মামলার অন্য আসামিরা হলেন—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এদিন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের তরফে সূচনা বক্তব্য উপস্থাপন করা হচ্ছে, যা সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।

আসামিদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। তিন আসামির মধ্যে একমাত্র তিনিই কারাগারে আটক আছেন, বাকি দুজনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে মামলা পরিচালনা করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর মামুনের পক্ষে লড়বেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।

জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি। এই মামলায় চৌধুরী মামুনকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে আদালত। মোট ৮১ জন সাক্ষী থাকলেও গুরুত্বপূর্ণ ২৫ থেকে ৩০ জনকে হাজির করা হবে ট্রাইব্যুনালে।