আগস্ট ৭, ২০২৫, ০৫:১৭ পিএম
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এই সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৮.৪১ শতাংশে পৌঁছেছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ৪১টি উপদেষ্টা পরিষদের বৈঠকে মোট ৩১৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ২৪৭টি সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে।”
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকারের এই উচ্চ বাস্তবায়ন হার তাদের কার্যকারিতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন।