শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

উপহার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত, প্রশংসিত জ্বালানি উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:৪৬ পিএম

উপহার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত, প্রশংসিত জ্বালানি উপদেষ্টা

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান লোভনীয় সব উপহার ফিরিয়ে দিয়ে সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বিভিন্ন পক্ষ থেকে পাওয়া মূল্যবান উপহার গ্রহণ করেননি এবং কিছু ক্ষেত্রে সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন, যা ব্যাপক প্রশংসা লাভ করেছে।

ফেসবুক পোস্টে তিনি জানান, সম্প্রতি শ্রীলঙ্কায় একটি মন্ত্রীপর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানে আয়োজকদের পক্ষ থেকে তাকে একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি উপহার দেওয়া হয়। ঘড়িটি তার পছন্দ হলেও, দেশে ফিরে তিনি এটি মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি লিখে রাষ্ট্রীয় তোষাখানায় জমা দেন।

আরেকটি ঘটনায় তিনি জানান, গত পরশু ভারতীয় একটি বিদ্যুৎ কোম্পানির প্রধান (আদানি নয়) তার সঙ্গে দেখা করতে আসেন। দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধ করায় কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন তিনি। ফেরার সময় ওই ব্যক্তি একটি আইপ্যাড উপহার দেন। উপদেষ্টা জানান, তার নিজের আইপ্যাড পুরোনো হয়ে যাওয়ায় এই উপহারটি গ্রহণ করতে তার লোভ হয়েছিল। কিন্তু তিনি তা ফিরিয়ে দেন, কারণ উপহার গ্রহণের একটি নির্ধারিত মূল্যসীমা রয়েছে।

তবে তিনি সব উপহারই ফিরিয়ে দেন না বলে উল্লেখ করেন। বিদেশি মন্ত্রী বা রাষ্ট্রদূতরা সাক্ষাতের সময় স্যুভেনির, বই অথবা নির্ধারিত মূল্যসীমার মধ্যে থাকা অবাণিজ্যিক পণ্য, যেমন চকলেট উপহার দিলে সেগুলো তিনি গ্রহণ করেন। বিনিময়ে তিনি নিজের লেখা বই উপহার দেন।

মুহাম্মদ ফাওজুল কবির খানের মতে, প্রলোভনের ঊর্ধ্বে ওঠাই জনপ্রতিনিধিদের প্রধান কাজ। তিনি আশা প্রকাশ করেন যে, আসন্ন নির্বাচনে জনগণ নির্লোভ জনপ্রতিনিধিদের নির্বাচিত করবে। তার এই সততা ও নীতিবোধ জনপ্রশাসনের জন্য একটি ইতিবাচক বার্তা দিয়েছে।

 অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দামি উপহার ফিরিয়ে দিয়ে এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই পদক্ষেপ জনগণের কাছে প্রশংসিত হয়েছে।