সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৭:৫৯ পিএম
কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকার মোট ১ লাখ ৪০ হাজার টন বিভিন্ন ধরনের সার এবং ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪০ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ১০ টাকা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।
৩০ হাজার টন টিএসপি সার: রাষ্ট্রীয় চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ২১৩ কোটি টাকা।
-
৪০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার: কানাডার কমার্শিয়াল কর্পোরেশন থেকে আমদানি করা হবে। এতে ব্যয় হবে প্রায় ১৭৭ কোটি টাকা।
-
৪০ হাজার টন ডিএপি সার: মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে আমদানি করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৩৮২ কোটি টাকা।
-
৩০ হাজার টন ইউরিয়া সার: দেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ১৬৬ কোটি টাকা।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে চট্টগ্রামের টিএসপিসিএল-এর জন্য ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। টিএসপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল এই অ্যাসিড। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই অ্যাসিড সরবরাহের কাজ পেয়েছে চীনের গুয়ানজি পেনগুই ইকো-টেকনোলজি। এতে মোট খরচ হবে প্রায় ১০২ কোটি টাকা, যার প্রতি টনের মূল্য ৭৯৩.৮০ মার্কিন ডলার।
এই সার ও ফসফরিক অ্যাসিড ক্রয় দেশের কৃষিখাতকে শক্তিশালী করবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।