মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

চীনা অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত এগোচ্ছে, আসছে কারিগরি দল

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:২০ পিএম

চীনা অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত এগোচ্ছে, আসছে কারিগরি দল

ছবি - সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা পেতে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ। এই মেগা প্রকল্পের জন্য ঢাকা বেইজিংয়ের কাছে প্রায় ৫৫ কোটি ডলারের ঋণ সহায়তা চেয়েছে। প্রকল্পের বিষয়ে দুই দেশের আগ্রহের পরিপ্রেক্ষিতে খুব শিগগিরই চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে মাঠ পর্যায়ে প্রকল্পটি যাচাই করবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন।

প্রকল্পের বিস্তারিত ও অন্যান্য আলোচনা

কূটনৈতিক সূত্র অনুযায়ী, চীন প্রকল্পের অর্থায়নে ইতিবাচক সাড়া দিয়েছে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনা দূতাবাস ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কাজ করছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরের সিদ্ধান্তগুলোর অগ্রগতি, চীনের অর্থায়নে হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত বৈশ্বিক সুশাসন উদ্যোগে (জিজিআই) বাংলাদেশকে যুক্ত করার আগ্রহ রয়েছে বেইজিংয়ের।

তিনি আরও উল্লেখ করেন যে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ ৮০ কোটি ডলারের বেশি।'কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট' নামের এই মহাপরিকল্পনার প্রথম পর্যায়ের ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ডলার।

এর মধ্যে ৫৫ কোটি ডলার চীনা ঋণ থেকে আসবে এবং বাকিটা সরকারি তহবিল থেকে মেটানো হবে। ২০২৬ সালে কাজ শুরু হয়ে ২০২৯ সালের মধ্যে এটি শেষ করার পরিকল্পনা রয়েছে।উল্লেখ্য, এই প্রকল্পে ভারতও আগ্রহ দেখিয়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চীনের সঙ্গে দ্রুত ঋণচুক্তি সইয়ের দিকে নজর দিচ্ছে।