মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা: ফেব্রুয়ারিতেই নির্বাচন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৫, ০৮:৪৩ পিএম

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা: ফেব্রুয়ারিতেই নির্বাচন

ছবি- সংগৃহীত

ঢাকা: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগ্রহ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি পাঠানোর কথা জানিয়েছেন। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে দেওয়া এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করে।

ভাষণে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ—সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, 'এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান।' তিনি আরও বলেন, 'আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।'

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করার কয়েক ঘণ্টা পর জাতির উদ্দেশে এই গুরুত্বপূর্ণ ভাষণ দেন অধ্যাপক ইউনূস। তার এই ঘোষণা দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

গত জুলাই মাসে গণ-অভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য ছিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এই ঘোষণা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। তবে, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়ায় তা নির্বাচন কমিশনের ওপর বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন অনেকে। এই ঘোষণার পর এখন সকলের দৃষ্টি থাকবে নির্বাচন কমিশনের দিকে, যারা সরকারের এই প্রস্তাবের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।