মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৫, ০৯:১১ পিএম

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই কথা বলেন। কোটাবিরোধী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ ভাষণ দেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস তার ভাষণে উল্লেখ করেন, "অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।"

প্রধান উপদেষ্টা তার ভাষণে গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করেন। তিনি বলেন, "আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এক বছর আগে এ দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ।"

তিনি আরও বলেন, গত বছরের জুনে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় দেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন, নির্বিচারে গুলিবর্ষণ এবং নির্মম হত্যাযজ্ঞের কারণে সেই ক্ষোভ দাবানলে পরিণত হয়। সেই সময় ছাত্র-শ্রমিক-জনতা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তিনি দেশের জন্য জীবন উৎসর্গকারী 'জুলাই শহীদদের' গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আহত ও পঙ্গু ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।