আগস্ট ১০, ২০২৫, ০১:০৬ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (১০ আগস্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই খসড়া তালিকায় যদি কারো কোনো তথ্যে ভুল থাকে, তবে আগামী ১২ দিনের মধ্যে তা সংশোধনের জন্য আবেদন করা যাবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদ কার্যক্রমে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এই নতুন ভোটারদের তথ্যই খসড়া সম্পূরক তালিকায় পাওয়া যাবে। উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত স্থানে এই তালিকা টানিয়ে দেবেন, যাতে সাধারণ মানুষ সহজেই তাদের তথ্য যাচাই করতে পারে।
যদি কোনো ভোটার খসড়া তালিকায় নিজের বা পরিবারের কারো তথ্যে ভুল দেখতে পান, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এসব সংশোধনী আবেদন ইসি আগামী ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবে। সকল প্রক্রিয়া শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। এটি তরুণ ভোটারদের জন্য একটি সুসংবাদ, কারণ তারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
বর্তমানে দেশে মোট ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন ভোটার রয়েছেন। এই হালনাগাদ প্রক্রিয়ার মাধ্যমে ভোটার সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইসি বদ্ধপরিকর।