সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

জ্বালানি তেলের দাম আগস্টে অপরিবর্তিত থাকছে, প্রজ্ঞাপন জারি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২, ২০২৫, ১০:১০ এএম

জ্বালানি তেলের দাম আগস্টে অপরিবর্তিত থাকছে, প্রজ্ঞাপন জারি

ছবি- সংগৃহীত

ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম জুলাই মাসের মতো আগস্টেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ফর্মুলার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে, আগস্ট মাসেও প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকা দরে বিক্রি হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আজ শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হলো।

সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা। উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর মার্চ মাস থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতি অনুযায়ী প্রতি মাসে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হয়।