সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ফ্যাসিবাদ টিকবে না, মুগ্ধরা ঠেকাবে‍‍`: উপদেষ্টা ফরিদা আখতার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৫, ২০২৫, ১১:৩১ এএম

ফ্যাসিবাদ টিকবে না, মুগ্ধরা ঠেকাবে‍‍`: উপদেষ্টা ফরিদা আখতার

ছবি- সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, "যেকোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী ব্যবস্থা এ দেশে টিকতে পারবে না। মীর মুগ্ধরা সেটি ঠেকিয়ে দেবে।" সোমবার দুপুরে ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টরের লেকড্রাইভ রোডে 'শহীদ মুগ্ধ মঞ্চ' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদ ও সংস্কারের আহ্বান: উপদেষ্টা ফরিদা আখতার তার বক্তব্যে বলেন, "ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে, সেটিকে উপড়ে ফেলতে হবে। যদি তা না পারি, তাহলে শহীদের সংখ্যা বাড়তেই থাকবে। আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক।" তিনি রাষ্ট্র ও শাসনব্যবস্থার মৌলিক সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, "রাষ্ট্র বদলানোর কাজ আমাদের সবাইকে মিলে করতে হবে।"


তিনি পুলিশ ও সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়ে বলেন, "আমাদের বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয়। যে পুলিশ আমাদের সন্তানদের বুকে গুলি করে, সে বাহিনী আমরা চাই না।" তিনি আরও বলেন, রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে একটি নতুন সংবিধানের আলোচনায় যেতে হবে।

অন্যান্য বক্তাদের বক্তব্য: অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, শহীদ মীর মুগ্ধের ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন। ডা. তাসনিম জারা বলেন, এক বছর পার হয়ে গেলেও প্রত্যাশিত বিচার ও প্রশাসনের সংস্কার দেখা যাচ্ছে না। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শহীদ মুগ্ধসহ অন্য শিক্ষার্থীরা যেভাবে এই পাবলিক স্পেস ব্যবহার করে প্রতিবাদ করেছিল, সেই স্পেসগুলো ফিরিয়ে আনার সংগ্রাম গুরুত্বপূর্ণ।

শহীদ পরিবারের বিচার ও সংবিধান সংস্কারের দাবি: অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ হওয়া নাইমা সুলতানার মা আইনুন্নাহার বেগম এবং সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। তারা জুলাই হত্যাকারীদের বিচার ও সংবিধান সংস্কারের দাবি জানান। নাইমা সুলতানার মা বলেন, "গত বছরের জুলাইয়ে এত মানুষ শহীদ হলো, কিন্তু একটি হত্যারও বিচার হচ্ছে না কেন? যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, তারা ঘুরে বেড়াচ্ছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার চাই।"