সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৮

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৬, ২০২৫, ০৫:২৬ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৮

ছবি- সংগৃহীত

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী শনাক্ত হচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে ডেঙ্গু পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশ করছে, যা থেকে বোঝা যায় এই জনস্বাস্থ্য সংকট কতটা গভীর। সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যেও ডেঙ্গুর ভয়াবহ চিত্র উঠে এসেছে।

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪২৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


আজ বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন রয়েছেন। ঢাকার বাইরের বিভাগগুলোর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, রাজশাহী বিভাগে ৫০ জন ও রংপুর বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতাল থেকে ৪০৯ জন ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২১ হাজার ৪৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ২২ হাজার ৮১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এই বছর ডেঙ্গুতে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে।