মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

২ উপদেষ্টাকে অভিনন্দন জানাল উপদেষ্টা পরিষদ, কারণ কী?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ০৫:৪৯ পিএম

২ উপদেষ্টাকে অভিনন্দন জানাল উপদেষ্টা পরিষদ, কারণ কী?

ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।


 প্রেসসচিব শফিকুল আলম বলেন, “বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অভিনন্দন জানানো হয়েছে কারণ তিনি যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।” তার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এটি বাংলাদেশের বাণিজ্য খাতে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

 সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকেও অভিনন্দন জানানো হয়েছে। কারণ তিনি গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ৩৬ দিনের পুরো অনুষ্ঠানমালা সফলভাবে সম্পন্ন করেছেন। প্রেসসচিব জানান, বিশেষ করে ৫ আগস্ট মানিক মিয়া এভিনিউতে লাখ লাখ মানুষের উপস্থিতিতে আয়োজনটি সুচারুভাবে সম্পন্ন হয়, যা তার সফল নেতৃত্বের ফল।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, এই দুটি শুভেচ্ছা প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে, যা এই দুই উপদেষ্টার কঠোর পরিশ্রম ও সফলতার স্বীকৃতি।