সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৮ নতুন রোগী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৭, ২০২৫, ০৬:১২ পিএম

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৮ নতুন রোগী

ছবি- সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪০৮ জন ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


 স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী (২২)। পুরুষদের একজনের বয়স ৫৩ এবং অন্যজনের ১৮ বছর। নতুন আক্রান্ত ৪০৮ জনের মধ্যে ৯৪ জন ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া অন্যান্য বিভাগে যেমন বরিশাল (৭৩ জন), ঢাকা (৫৯ জন) এবং চট্টগ্রাম (৫৮ জন) থেকে উল্লেখযোগ্য সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ৪০ জন নারী। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৩ হাজার ২২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুধুমাত্র জুলাই মাসেই ১০ হাজারেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে।