সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

নির্বাচনের আগে শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৮, ২০২৫, ১০:৩৯ পিএম

নির্বাচনের আগে শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি

ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা করছে। সম্প্রতি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি কর্তৃক আয়োজিত একটি মতবিনিময় সভায় শ্রমিক নেতারা নির্বাচনের আগে সরকারের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছেন। এর মধ্যে রয়েছে শ্রম কমিশন ২০২৪-এর সুপারিশ বাস্তবায়ন এবং শ্রম আইন সংশোধন। এই দাবিগুলো দেশের শ্রমজীবী মানুষের অধিকার ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শ্রমিক নেতারা নির্বাচনের আগে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং শ্রম আইন সংশোধন করার দাবি জানিয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এই দাবি জানান।

বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছরে শ্রমিকদের আকাঙ্ক্ষা পুরোপুরি প্রতিফলিত হয়নি। এমনকি ঐকমত্য কমিশনের শ্রম ও নারী বিষয়ক গুরুত্বপূর্ণ সুপারিশগুলোও আমলে নেওয়া হয়নি। বক্তারা জোর দিয়ে বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে শ্রমিকদের আকাঙ্ক্ষা, জান-জীবিকা এবং অধিকার নিশ্চিত করতে হবে।

শ্রম সংস্কার কমিশন ২০২৪-এর প্রধান সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ বলেন, কমিশন সুপারিশ করতে পারলেও তা বাস্তবায়নে সরকারের ভূমিকা নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এই সভায় গার্মেন্টস শ্রমিক সংহতির পক্ষ থেকে ১১ দফা দাবি উত্থাপন করা হয়। বক্তারা বলেন, সরকারের বিচার-সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপের সঙ্গে শ্রমিকদের দাবি বাস্তবায়নের কোনো বিরোধ নেই। তাই নির্বাচনী ডামাডোলে প্রবেশের আগে সরকারকে অবশ্যই এই দাবিগুলো পূরণের উদ্যোগ নিতে হবে।

মতবিনিময় সভায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীনা সিদ্দিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান আশরাফ সহ বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।