সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

রোববার দ্বিতীয় দফায় ভোটার তালিকার খসড়া প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ০৭:৫৩ পিএম

রোববার দ্বিতীয় দফায় ভোটার তালিকার খসড়া প্রকাশ

ছবি- সংগৃহীত

বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি হলো সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা। নির্বাচন কমিশন (ইসি) নিয়মিতভাবে ভোটার তালিকা হালনাগাদ করে থাকে, যাতে নতুন যোগ্য ভোটাররা তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারেন এবং মৃত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া যায়। এরই ধারাবাহিকতায়, ইসি দ্বিতীয় দফায় হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে, যা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচন কমিশন (ইসি) আগামী রোববার (১০ আগস্ট) দ্বিতীয় দফায় হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে। এর মাধ্যমে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হতে চলেছেন। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের নাম, ঠিকানা বা অন্যান্য তথ্যে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যোগ্য ব্যক্তিরা নাম অন্তর্ভুক্তির জন্য, মৃত ভোটারদের নাম কর্তনের জন্য এবং স্থানান্তরের জন্য আবেদন করতে পারবেন।

দাখিল করা আবেদনগুলো সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তারা ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন। এরপর সকল কার্যক্রম শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ আগস্ট। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।