মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ছাত্রসংগঠনগুলোর বোঝাপড়ায় আসা উচিত ছিল: আসিফ মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৫, ১১:১০ পিএম

ছাত্রসংগঠনগুলোর বোঝাপড়ায় আসা উচিত ছিল: আসিফ মাহমুদ

ছবি- সংগৃহীত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সৃষ্ট উত্তেজনা ও পরবর্তী সময়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনায় বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া আসছে। এই প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন, যা দেশের শিক্ষাঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সৃষ্ট উত্তেজনা এড়ানো যেত যদি ছাত্রসংগঠনগুলো নিজেদের মধ্যে বোঝাপড়া করে একটি রূপরেখা তৈরি করতো। শনিবার (৯ আগস্ট) রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে। আমাদের ছাত্রসংগঠনগুলোর আরেকটু ম্যাচিউরড হওয়ার সুযোগ ছিল।" তিনি বলেন, ছাত্রসংগঠনগুলো যদি একসঙ্গে বসত, তাহলে শিক্ষার্থীবান্ধব একটি রূপরেখা তৈরি করা সম্ভব হতো। তিনি আরও বলেন, ভবিষ্যতে তারা এই ধরনের বোঝাপড়ার ভিত্তিতে চলতে পারেন।

একই অনুষ্ঠানে আসিফ মাহমুদ আগামী বছর রাজশাহীতে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) আয়োজনের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বিকেন্দ্রীকরণ নীতির আওতায় উত্তরবঙ্গে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গে খুলনা বা বরিশাল স্টেডিয়ামে আগামী বছরের মধ্যে বিপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।