মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৫, ০৯:৫৮ এএম

ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ

ছবি- সংগৃহীত

বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি হলো সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নিয়মিতভাবে ভোটার তালিকা হালনাগাদ করে থাকে। এরই ধারাবাহিকতায়, আজ ১০ আগস্ট, হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হচ্ছে। এই খসড়া তালিকায় কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে, যা নির্ভুল তালিকা প্রণয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (১০ আগস্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এই খসড়া তালিকায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন।

ইসি জানিয়েছে, উপজেলা কর্মকর্তারা এই সম্পূরক খসড়া তালিকা নির্দিষ্ট স্থানে টানিয়ে দেবেন। তালিকায় কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য আগামী ১২ দিন সময় দেওয়া হয়েছে। ২১ আগস্ট পর্যন্ত যোগ্য ব্যক্তিরা নাম অন্তর্ভুক্তির জন্য, মৃত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য এবং অন্যান্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

দাখিল করা আবেদনগুলো সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন। এরপর সকল কার্যক্রম শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও যুক্ত হবেন।