আগস্ট ৩০, ২০২৫, ১০:৩৬ পিএম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য যাদের আবেদন বাতিল করা হয়েছিল, তারা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত পুনরায় আবেদন করতে পারবেন। সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি উইং) এই সুযোগ দিয়েছে এবং জানিয়েছে যে এসব আবেদন পূর্বের ক্যাটাগরিতেই বিবেচনা করা হবে।
এনআইডি সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশনায় এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, গত ২৯ ডিসেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিত 'ক্র্যাশ প্রোগ্রামের' আওতায় বিভিন্ন কারণে যেসব আবেদন বাতিল হয়েছিল, সেগুলোর ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য।
যেসব কারণে আবেদন বাতিল হয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারা।
-
অসম্পূর্ণ বা ভুল আবেদন জমা দেওয়া।
-
দাখিল করা তথ্যের সঙ্গে ডকুমেন্টের অসামঞ্জস্য।
-
সাক্ষাৎকারের জন্য ডাকা হলে যথাসময়ে উপস্থিত না থাকা।
নতুন নির্দেশনা অনুযায়ী, এসব আবেদনকারীরা পুনরায় আবেদন করলে সেটিকে নতুন বা উচ্চতর ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে না, বরং যে ক্যাটাগরি থেকে আবেদন বাতিল হয়েছিল, সেটিই বহাল থাকবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, গত ছয় মাসে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে প্রায় ৯ লাখ এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই আবেদন করা যাবে।