শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, কোন জেলায় কতজন?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ১১:১২ পিএম

দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি, কোন জেলায় কতজন?

ছবি - সংগৃহীত

বাংলাদেশ পুলিশ সারাদেশে দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এই নিয়োগের জন্য প্রতিটি জেলায় শূন্য পদের পরিসংখ্যান অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ পুলিশের (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) অতিরিক্ত ডিআইজি মো. আবু হাসান স্বাক্ষরিত একটি পত্রে এই তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত পত্র অনুযায়ী, ৬৪টি জেলায় জেলাভিত্তিক নিয়োগের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় সর্বোচ্চ ১৬৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ হচ্ছে চট্টগ্রাম (১০৬), ময়মনসিংহ (৭১), কুমিল্লা (৭৫), এবং টাঙ্গাইল (৫০) জেলায়।

অন্যান্য জেলায় নিয়োগের সংখ্যা নিম্নরূপ: গাজীপুরে ৪৭, নওগাঁয় ৩৬, মানিকগঞ্জে ১৯, নাটোরে ২৪, চাঁপাইনবাবগঞ্জে ২৩, বগুড়ায় ৪৭, নারায়ণগঞ্জে ৪১, মুন্সীগঞ্জে ২০, নরসিংদীতে ৪০, রংপুরে ৩১, দিনাজপুরে ৪২, গোপালগঞ্জে ২৭, মাদারীপুরে ৩৩, কুড়িগ্রামে ১৬, রাজবাড়ীতে ২৯, শরীয়তপুরে ১৬, নীলফামারীতে ১৭, কিশোরগঞ্জে ৪১, ঠাকুরগাঁওয়ে ১৯, জামালপুরে ৩২, নেত্রকোণায় ৩১, শেরপুরে ১৩, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৫, নড়াইলে ১৯, বাগেরহাটে ২০, বান্দরবানে ৫, সাতক্ষীরায় ২৮, কক্সবাজারে ৩২, চুয়াডাঙ্গায় ১৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৯, চাঁদপুরে ৩৪, মেহেরপুরে ৯, খাগড়াছড়িতে ৯, ফেনীতে ২০, লক্ষ্মীপুরে ২০, পিরোজপুরে ১৫, নোয়াখালীতে ৪৩, বরগুনায় ১২, রাজশাহীতে ৩৬, সিলেটে ৪৮, জয়পুরহাটে ১৩, মৌলভীবাজারে ২৭, পাবনায় ৩৫, সিরাজগঞ্জে ৪৩, হবিগঞ্জে ২৯, সুনামগঞ্জে ৩৪, রাঙামাটিতে ৮, মাগুরায় ১২, খুলনায় ৩২, ভোলায় ২৪, কুষ্টিয়ায় ২৭, লালমনিরহাটে ৩৩, গাইবান্ধায় ১৭, ঝালকাঠিতে ৯ এবং পঞ্চগড়ে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

এই নিয়োগের বিস্তারিত প্রক্রিয়া এবং সময়সূচি খুব দ্রুতই পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে আশা করা যায়।