মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

ইসিতে হাতাহাতি: ক্ষোভ প্রকাশ করলেন রুমিন ফারহানা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৪, ২০২৫, ০৫:১৮ পিএম

ইসিতে হাতাহাতি: ক্ষোভ প্রকাশ করলেন রুমিন ফারহানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানিতে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার (২৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই ঘটনাটি ঘটে।

ইসি ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নির্ধারণ নিয়ে শুনানি চলছিল। শুনানিতে এই দুটি আসনের পক্ষে ও বিপক্ষে থাকা ব্যক্তিরা একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন এবং মারামারিতে জড়িয়ে পড়েন।

রুমিন ফারহানা জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের একজন প্রার্থী তার লোকজন নিয়ে ইসিতে প্রবেশ করেন এবং মারামারিতে জড়ান। তিনি বলেন, "ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে যিনি আছেন, তিনি পিটিয়ে পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নিয়েছেন। ...তারা গুন্ডা নিয়ে ইসিতে এসেছেন। এই আসনের প্রার্থী তার গুন্ডাপান্ডা নিয়ে ইসিতে এসে মারামারি করেছেন - এটা খুবই লজ্জাজনক। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।"

হাতাহাতির ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের তিনজন কর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছে। রুমিন ফারহানা বলেন, তার দলের লোকজন মারধরের শিকার হওয়ায় তারা পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, "উনি যেহেতু পরিচিত মুখ নন, সুতরাং উনি জামায়াত না এনসিপি আমার জানা নেই। তবে ওনার লোকজন প্রথমে আমাকে ধাক্কা দিয়েছে। আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে মারধর করেছে, তখন আমার লোকজন জবাব দিয়েছে।"

হাতাহাতির পর ইসি কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শুনানি কক্ষ থেকে উভয় পক্ষকে বের করে দেন।